বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শ্রমিক দল নেতা মো. সাগর মোল্লা (২৪) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী।
বুধবার (০৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে থানা পুলিশ।
পিকআপভ্যানের ধাক্কায় নিহত মো. সাগর মোল্লা (২৪) উজিরপুরের সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে ও বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি বলে জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের নেতা হাইয়ুম খান।
অপরদিকে গুরুতর আহত একই এলাকার বাসিন্দা নাঈম হাওলাদার (২৫) ও মো. কাওছার হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের বাসিন্দা মো. আনিছ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপভ্যানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গেলে চোরচক্রের সদস্যরা একটি গাভি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা পিন্টু হাওলাদার জানান, শ্রমিকদলের নেতা মো. সাগর মোল্লা তার মোটরসাইকেল নিয়ে চোরচক্রের পিকআপভ্যানের পিছু নেয়। ওইসময় সাগর মোল্লার সঙ্গে ছিলেন নাঈম ও কাওছার। ধাওয়া দিতে দিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে গেলে পিকআপভ্যানটি সাগর মোল্লার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি রাস্তার ওপর আছড়ে পরলে চালক সাগর মোল্লাসহ তিনজন আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম। এদিকে নিহতের স্বজনরা এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
আরএ