যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্ৰামে বজ্রপাতে হাকিম সরদার নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাকিম সরদার ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি খোলাডাঙ্গা গ্ৰামের আব্দুর রবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ ঘটনা নিশ্চিত করেছেন।
এসআরএস