নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নরসিংদীর মনোহরদীতে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে হাজারো মানুষ উপস্থিত ছিল। জানাজা নামাজে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মামুন ও লিমন এবং বড় মেয়ের জামাতা শফিকুল ইসলাম। জানাজা শেষে তাকে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সোমবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গত বছর (২০২৪ সালের) সেপ্টেম্বর মাসে জুলাই-২৪ অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘ রাজনৈতিক জীবনে নরসিংদী-৪ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত নেতাকর্মীদের অনেকে বলেন, তিনি ছিলেন রাজনৈতিক সহ-অবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।
স্থানীয় এক প্রবীণ নেতা বলেন, “তিনি সব সময় চেষ্টা করতেন ভিন্নমতকেও শ্রদ্ধা করতে। রাজনৈতিক প্রতিপক্ষকেও সম্মানের চোখে দেখতেন।
এলাকার সাধারণ জনগণও কান্নাভেজা চোখে তাকে শেষ বিদায় জানান। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
একজন স্থানীয় যুবক জানান, “তিনি শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন দিকনির্দেশক হারালাম। ”
আরএ