কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চমবারের মতো ডাকাতি করতে গিয়ে তারা ধরা পড়ে।
বুধবার (৩ অক্টোবর) জেলা পুলিশ সুপার (এসপি) নজরুল আহমেদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), আলামিন (২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই থানায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি বাড়ায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঙ্গরা থানার এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তবে টহল জোরদার থাকায় সেদিন তারা ব্যর্থ হয় এবং পরে দেবিদ্বার উপজেলায় ডাকাতি করার পরিকল্পনা করে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ডাকাতদল একটি কালো মাইক্রোবাসে করে দেবিদ্বারের উদ্দেশে রওনা দেয়। এ খবরের ভিত্তিতে ভিংলাবাড়ী এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়। চেকপোস্ট দেখে ডাকাতরা গাড়ির দরজা খুলে ও জানালার গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ১৪ সদস্যকে পুলিশ আটক করে।
এসপি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, লালমাইয়ে তিনটি, বরুড়ায় একটি ও নবীনগর এলাকায় একটি ডাকাতি তারা সংঘটিত করেছে। তাদের কাছ থেকে চার জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নূপুর ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের নামে ডাকাতির প্রস্তুতির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআরএস