ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, সেপ্টেম্বর ২০, ২০২৫
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক-হেলপার নিহত দুর্ঘটনাকবলিত গাড়ি

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।  

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং ট্রাকের হেলপার একই এলাকার ইমরান (২৫)।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী আলুবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) এসে ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।