ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, সেপ্টেম্বর ২০, ২০২৫
সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

 সালথা প্রেসক্লাব এর আয়োজন করে।

নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মামুন সরকার।  

শপথগ্রহণ শেষে সাবেক সভাপতি মো. সেলিম মোল্লা প্রেসক্লাবের সব কাগজপত্র নির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।  

সালথা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা ওরফে পান্না বালা, ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এনকেবি নয়ন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, মিঞা মো. লিয়াকত হুসাইন, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্যনির্বাহী সদস্য সেলিম মোল্লা, বুলবুল হোসাইন, জাকির হোসেন, শরিফুল হাসান  প্রমুখ।

গত ১৩ সেপ্টেম্বর দুই বছর মেয়াদী (২০২৫-২৬) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

** সালথা প্রেসক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক সাইফুল

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।