দিনাজপুর: প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সড়ক-রেলপথ অবরোধ তুলে নিয়েছেন দিনাজপুরের পলিটেকনিক শিক্ষার্থীরা।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাত দফা দাবিতে দিনাজপুর শহরের ফুলবাড়ী রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা।
পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুপুর সোয়া ১টার পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে চলা অবরোধে দিনাজপুর থেকে ঢাকা এবং রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
পলিটেকনিক শিক্ষার্থীরা জানান, যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ঘোষণা ছাড়াই আকস্মিক সড়ক ও রেলপথ কারিগরি শিক্ষার্থীরা অবরোধ করায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল করলেও দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কটি শিক্ষার্থীরা অবরোধ করে রাখেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।
এসআই