ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ  ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ 

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।