সমালোচনার মুখে পদ হারানো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটপাটের মামলায় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ২৬ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর একটি টিম।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক দ্রুব জ্যোতি পাল আবেদনটির ওপর শুনানির জন্য রেখেছেন।
সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাতে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব। কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।
সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
সাদাপাথর লুটকাণ্ডে তার নাম আসায় কেন্দ্র থেকে তার দলীয় পদ স্থগিত করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তেও সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।
রোববার শাহাব উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র্যাব-৯।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টা ১৫ মিনিটের দিকে সাহাব উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়।
এনইউ/আরবি