সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির সংগ্রাম বিওপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এ চালান জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রিম, চকলেট ও অন্যান্য ভারতীয় পণ্য। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৩ কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এনইউ/জেএইচ