‘সংস্কৃতির নগরী ময়মনসিংহসহ শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও নেত্রকোনায় রয়েছে শত শত বছরের ঐতিহ্য সমৃদ্ধ নানা স্থাপত্য। হাওর, পাহাড়, নদ-নদীসহ সমতলের ক্ষুদ্র জনগোষ্ঠীর নানা ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে এই অঞ্চলে।
এ লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতায় সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাই যেকোনো স্থানে ট্যুর বা ভ্রমণে যাওয়ার আগে তথ্যদিন, ট্যুরিস্ট পুলিশ আপনার পাশে থাকবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে স্থানীয় অংশিজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক এই আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পর্যটকদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ভ্রমণের সুযোগে কেউ যেন কোনো ধরনের অপরাধমূল কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়েও ট্যুরিস্ট সংশ্লিষ্টদের সর্তক থাকতে হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর পর্যটন দিবস উদযাপন উপলক্ষে এই মতবিনিময় সভায় বিভিন্ন রিসোর্ট ও হোটেলের প্রতিনিধি, ট্যুরিস্ট প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশিজনরা উপস্থিত ছিলেন। এ সময় পর্যটন দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহনের আহ্বান জানিয়ে আরও বক্তব্য দেন ইয়াজদানী কোরাইশি কাজল, মোহাম্মদ রিপন, মমিনুল ইসলাম প্লাবন, আব্দুল কাদের, ফারহান চৌধুরী প্রমুখ।
আরএ