ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: নার্গিস বেগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, সেপ্টেম্বর ২, ২০২৫
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: নার্গিস বেগম

যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। ফলে বিএনপি ও দলের প্রতিটি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আয়োজন করে যশোর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।  

বেলা সাড়ে ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বর পার্কে সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অধ্যাপক নার্গিস বেগম বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর রাজপথে আন্দোলন করে দেশের মানুষ সাময়িক মুক্তি পেয়েছে। সকলের প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন হোক। ইতিমধ্যে অর্ন্তবর্তী সরকার এই নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে।  

কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র প্রতিহত করতেই হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান মৎস্য চাষের জন্য দেশের সকল জলাশয় উন্মুক্ত করে দিয়েছিলেন। যাতে জনগণ মাছ আহরণ করে আমিষের চাহিদা পূরণ করতে পারে। তিনি চেয়েছিলেন এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকুক। কারোর কাছে যেন হাত না পাততে হয়।  

দেশের মৎস্যসম্পদ রক্ষায় মৎস্যজীবী দলের এই উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে নার্গিস বেগম বলেন, বিএনপি সবসময় দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, গোলাম রেজা দুলু, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, আঞ্জুরুল হক খোকন এবং মোস্তফা আমির ফয়সাল।

আলোচনাসভা শেষে ভৈরব নদে ৩ মণ বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।