ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

তিস্তায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, সেপ্টেম্বর ২, ২০২৫
তিস্তায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ  নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারে অভিযান চলছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিখোঁজ কলেজছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাস্টারের ছেলে। তিনি চীন থেকে সম্প্রতি অনার্স শেষ করে দেশে এসেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে আসেন মেহেদি হাসান মুহিদ। মঙ্গলবার দুপুরে আউলিয়ার হাট এলাকায় তিস্তা নদীতে নেমে গোসল করছিলেন স্থানীয় তিন বন্ধুসহ মুহিদ। একপর্যায়ে মুহিদ স্রোতের চাপে নদীর গভীরে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকেল ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।  

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার আতাউর রহমান বলেন, রংপুর থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনও তার সন্ধান মিলেনি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।