ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফতুল্লায় কিশেfরীকে ধর্ষণ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৮, আগস্ট ২৫, ২০২৫
ফতুল্লায় কিশেfরীকে ধর্ষণ, আটক ২ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফতুল্লা নবীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আসামিরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার মৃত সাত্তার মন্ডলের ছেলে ও স্থানীয় নাইটগার্ড এরশাদুল (৩৫) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত ইয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক আবু বকর সিদ্দিক (২৯)।

জানা যায়, রাতে ভিকটিমকে দুই আসামি অটোরিকশায় পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামিদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ আসামিদের আটক করেছে। আগামীকাল (সোমবার) তাদের আদালতে পাঠানো হবে।


এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।