পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে গোসলে গিয়ে সাঁতার শেখার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই এলাকার চইনুল আলমের মেয়ে বৃষ্টি আক্তার (১১) এবং শাহিনুর ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)। তারা ইউনিয়নের বার আউলিয়া সর্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
পরিবারের বরাত দিয়ে মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাররফ হোসেন জানান, জুমার নামাজের পরে ৬-৭ জন শিশু চইনুল আলমের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মোটরসাইকেলের অব্যবহৃত টিউব নিয়ে সাতার শিখতে শুরু করে সাদিয়া আক্তার। এ সময় সাদিয়া টিউব পিছলে ডুবে যেতে শুরু করলে বৃষ্টি তাকে টেনে ধরতে যায়। এ সময় দুইজনই পুকুরের গভীরে তলিয়ে যায়। পরে শিশুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা পুকুর থেকে বৃষ্টিকে উদ্ধার করলেও সাদিয়াকে পাওয়া যায় আরো ২০ মিনিট পরে। তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জেএইচ