ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেটে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ক্লিনিক উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জুলাই ৪, ২০২৫
সিলেটে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ক্লিনিক উদ্বোধন

সিলেট: জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইউ,কে বিএনপির সভাপতি এম এ মালিক।  

শুক্রবার (৪ জুলাই) বাদ জুমার নামাজের পর সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিক’র উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবিদুর রহমান আবিদ সভাপতি, এক নং ওয়ার্ড বিএনপি।

এ সময় এম এ মালিক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবিদুর রহমান আবিদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি জানান আবিদের সাথে আল-জাজিরা ও বিবিসি আন্তর্জাতিক মিডিয়ার খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম অন্যান্য নেতারা।

এনইউ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।