ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কাতার ম্যাংগো ফেস্টিভালে নওগাঁর সুমিষ্ট আম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জুলাই ১, ২০২৫
কাতার ম্যাংগো ফেস্টিভালে নওগাঁর সুমিষ্ট আম

নওগাঁ: কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফ মার্কেটে শুরু হওয়া আম মেলায় ব্যাপক সাড়া ফেলেছে নওগাঁর আম। গেল ২৫ জুন থেকে শুরু হওয়া মেলা চলবে ১ জুলাই পর্যন্ত।

মেলায় উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা নওগাঁর সাপাহার উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা ও বরেন্দ্র অ্যাগ্রো পার্কের পরিচালক সোহেল রানা একমাত্র আমচাষি হিসেবে অংশ নেন।  

আম মেলায় কাতার, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে প্রিয় ছিল নওগাঁর সুমিষ্ট আম। এতে বাংলাদেশের আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে জানিয়েছেন জেলার আমচাষিরা।

আমচাষিরা তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা বাংলানিউজকে জানান, কাতারের এ মেলায় একমাত্র চাষি হিসেবে আমিই আম নিয়ে এসেছি। মেলায় প্রবাসীসহ কাতারিদের মাঝেও ব্যাপক ছাড়া পেয়েছি। বিভিন্ন জাতের পাঁচ টন আম আনা হয়েছিল। এরই মধ্যে ৯৫ শতাংশ আম বিক্রি শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি নওগাঁ তথা দেশীয় আমের ব্র্যান্ডিং করতে। মেলা শুরুর পর থাকে প্রবাসী বাংলাদেশি, কাতারি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানিসহ নানা দেশের ক্রেতারা এক প্রকার হুমড়ি খেয়ে পড়েন আমার স্টোলে।

সোহেল রানা জানান, এর ধারা অব্যাহত থাকা দরকার। এতে করে আমচাষিরা লাভবান হবেন। আমরা চাই বিভিন্ন দেশে আমের মেলা হোক। এ মেলায় অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বসিত।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ