ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মে ২৬, ২০২৫
মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়ে তার চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার নাম জানা যায়নি।

থানায় লিখিত অভিযোগে স্বজন উল্লেখ করেছেন, গত ১৭ মে, ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে তিনি জানতে পারেন যে ‘জয় খান’ (হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং শাকিল আহমেদ নামে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুলের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছেন।  

অভিযোগে বলা হয়েছে, এ ভুয়া আইডি ব্যবহার করে প্রতারকচক্র নিজেদের মির্জা ফখরুল পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্য নির্বাচনে  মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করছিল। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে এ প্রতারণা চালানো হচ্ছিল। বিভিন্ন ব্যক্তির কাছে তদবিরের কথা বলে অর্থ দাবি করা হচ্ছিল।  

এতে আরও উল্লেখ করা হয়, এ ফেসবুক আইডি ও চক্রের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে তারা বড় ধরনের ক্ষতি করতে পারে।

স্বজন জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাকে এ প্রতারণার বিষয়টি জানান। পরে তিনি সদর থানায় মামলাটি করেন৷

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।