ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মহালছড়িতে ৩ দিনের ভূমি মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, মে ২৫, ২০২৫
মহালছড়িতে ৩ দিনের ভূমি মেলা শুরু ...

খাগড়াছড়ি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই স্লোগানে মহালছড়ির উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।  

রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।

 

উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

এরপর আলোচনা সভায় ইউএনও মো. আবু রায়হান বলেন, মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারে এবং ভূমি সংক্রান্ত সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে জনগণকে জানানো ও সে বিষয়ে সচেতনতা তৈরি করাই মূল উদ্দেশ্য।

মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নামজারি, জমাভাগসহ নানা সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে। থাকছে গণশুনানি, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও থাকছে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্যভিত্তিক উপস্থাপনা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহালছড়ি থানার পরিদর্শক আওয়াল। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও বিভিন্ন মৌজার হেডম্যানরা।  

মহালছড়ি উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।