ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন পঞ্চগড়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মে ১৭, ২০২৫
ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন পঞ্চগড়ে আটক

পঞ্চগড়: জেলার পৃথক সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করে পাঠানো নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন, কলারোয়ার চিতলা গ্রামের মর্জিনা, নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম, যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন, ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম ও তার ছেলে ফাইজান শেখ, নোয়াখালীর শ্যামনগরের ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার, সোনারগাঁওয়ের চৌরাপাড়া গ্রামের শাহনাজ, নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া এবং খুলনার তেরখাদা উপজেলার বাউনডাঙ্গা গ্রামের আলেয়া।

বিজিবি জানায়, ভারতীয় পুলিশ তাদের ২ মে ভারতের মুম্বাই শহর থেকে আটক করে। এরপর তাদের ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। পরে ভারতীয় কর্তৃপক্ষ ১২৫ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। সেখান থেকে বিএসএফ তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। পরে তাদের বিজিবি ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানান, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন।

ঘটনার পর আটককৃতদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদা সতর্ক রয়েছে। অনুপ্রবেশ এবং সীমান্তসংক্রান্ত সকল অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।