ময়মনসিংহে মো. রাব্বীর (২৩) নামে ছাত্রদলের এক নেতাকে মাথায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত রাব্বী নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে। তিনি ময়মনসিংহ মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।
লিখিত অভিযোগে রাব্বী দাবি করেন, ঘটনার সময় তিনি বাকৃবি ১ নম্বর গেট সংলগ্ন মসজিদের সামনে বসে ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মো. ছাব্বির (২৩) নামে এক যুবক তার ওপর চড়াও হয়ে মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় দোষীকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার মো. ছাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস