ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বাগেরহাটে ২ দিনের বিজ্ঞানমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মে ১৪, ২০২৫
বাগেরহাটে ২ দিনের বিজ্ঞানমেলা বাগেরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বাগেরহাটে ‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’ এ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে জেলা শহরের স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আহম্মেদ কামরুল হাসান।

 

এসময় বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমুখ।  

দুদিনের এ মেলায় জেলার বিভিন্ন উপজেলার ১০টি স্টল অংশ নিয়েছে। মেলায় ভূমিকম্প প্রতিরোধী ভবন, বিদ্যুৎ সাশ্রয়ী পানির পাম্প, জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল, ভূমিকম্পের আগাম সতর্কবার্তা, আগ্নেয়গিরির মডেলসহ নিজেদের আবিষ্কৃত বিভিন্ন মডেল উপস্থাপন করেন কোমলমতি শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।