মাগুরা: ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে পোস্ট করায় মাগুরার মোহাম্মদপুর উপজেলায় এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে।
মঙ্গলবার (১৩ মে) রাত দশটার দিকে মোহাম্মদপুর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে ফেসবুক একটি পোস্ট করেন মোহাম্মদপুর উপজেলা জাঙ্গালিয়া গ্রামে এক যুবক। এতে আওয়ামী লীগের সমর্থক মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি ওই যুবককে ফেসবুকের পোস্টটি সরানোর কথা বলে হুমকি-ধামকি দেন। এ সময় আকাশ নামের এক ব্যক্তি প্রতিবাদ করলে তার ওপর চড়াও হন ওই আ.লীগ সমর্থক মাহবুব ও তার সঙ্গীরা। এক পর্যায়ে মাহবুবের লোকজন হামলা চালিয়ে আকাশকে আহত করে।
এ সময় শ্যামনগর গ্রামের মো. তানভীন সংঘর্ষ থামাতে গিয়ে মারধরের শিকার হন। সংঘর্ষে আকাশ গুরুতর আহত হয়ে মোহাম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
মোহাম্মদপুর থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রহমান বলেন, দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা আলাদা আলাদা হয়ে মিছিল করেছেন।