ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জনগণের অভিপ্রায়ের দিকে সরকার এগোবে: ধর্ম উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, এপ্রিল ২১, ২০২৫
জনগণের অভিপ্রায়ের দিকে সরকার এগোবে: ধর্ম উপদেষ্টা

রাঙামাটি: জনগণের অভিপ্রায় যেদিকে জোরালো হবে সরকার সেদিকে রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

রোববার (২০ এপ্রিল) রাতে রাঙামাটি জেলা শহরের কলেজ গেট মাঠে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সিরাত সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এক দল চাচ্ছে এরকম, আরেক দল চাচ্ছে ওরকম। এদেশ গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী। সকল রাজনৈতিক দল মতামত ব্যক্ত করতে পারেন। সেই মতামত নিয়ে এগিয়ে যাচ্ছি। সরকারের একটা রোডম্যাপ আছে। তবে জনগণের চাহিদা বিবেচনায় নেওয়া হবে আগে।

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চেয়ারম্যান মাওলানা শরিয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন - বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামনুল হক।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।