ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

খাগড়াছড়িতে বৈঠকের পর সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, এপ্রিল ১৮, ২০২৫
খাগড়াছড়িতে বৈঠকের পর সংঘর্ষ, নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশ বৈঠকের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম (৫০) নামে একজন নিহত ও অপর ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) রাতে রামগড়ের তৈছালা পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন।

জানা গেছে, রামগড় পৌরসভার তৈচালা পাড়ার মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামের ব্যক্তির গরু ঘাস খায়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে এলাকায় সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হলেও বিচার শেষে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

রামগড় থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল কালাম (৫০) মারা যান।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।