ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৫ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, মে ২২, ২০২৫
ত্রিপুরায় ৫ বাংলাদেশি আটক

আগরতলা: দালালচক্রের সহায়তায় বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার মধুপুর থানার অন্তর্গত পাথারিয়াদার সীমান্ত এলাকা থেকে পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

 

আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশ থেকে দিল্লিতে কাজের উদ্দেশ্যে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছেন। দালালচক্র তাদের কাছ থেকে ১৫ হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে সীমান্ত পার করিয়ে দেয়। জানা যায়, মধুপুর থানার পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের নিচে একটি কালভার্ট ব্যবহার করে তারা রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে আসে।

স্থানীয় বাসিন্দারা তাদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মধুপুর থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

আটককৃতরা সবাই বাংলাদেশে কুড়িগ্রাম জেলার একই পরিবারের সদস্য। তাদের নাম—মনির খান (বাবা), সাহেবা খাতুন (মা), শাহজালাল খান ও স্বাধীন খান (ছেলে), এবং দুলালী খাতুন (পুত্রবধূ)।

স্থানীয় সূত্রে জানা যায়, এই অনুপ্রবেশের পেছনে ভারতীয় দালালচক্রও জড়িত থাকতে পারে। পরিস্থিতি আঁচ করতে পেরে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসসিএন/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।