ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, সেপ্টেম্বর ৩০, ২০২৫
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘ। আজ সোমবার (অষ্টমীর দিন) খুলনা জেলার অস্থায়ী কার্যালয়ে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যতালিকায় ছিল—তেল, চিনি, ডাল, সেমাই ও আটা। এ সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

উপকারভোগী লক্ষ্মী দত্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আজ অষ্টমী। লুচি, সুজি, ডাল আমাদের ধর্মীয় খাবারের অন্যতম। অভাবের কারণে আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে পরিবার নিয়ে পূজার আনন্দ করতে পারব।

আরেক উপকারভোগী শারীরিকভাবে অসুস্থ পঞ্চানন বাবু জানান, অনেকদিন পর হাতে করে পরিবারের জন্য কিছু নিয়ে যাচ্ছি। এটা আমার কাছে অমূল্য আনন্দ।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য সালমান, শিক্ষক সনৎ ঘরামী, দিপু মন্ডল, সানি রহমান, জীবন ঢালী প্রমুখ। পুরো কর্মসূচি পরিচালনা করেন জেলা সভাপতি বিপুল রায় চৌধুরী।

খুলনা শুভসংঘের নেতারা জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময়ই মানুষের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করতে চায়। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবে সংগঠনটি।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ