ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, অক্টোবর ২৩, ২০২৫
সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে গোলাম রাব্বানী নাদিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদীপক্ষের নারাজি মঞ্জুর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক রোজিনা আহাম্মেদ এ আদেশ দেন।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইম হোসেন জানান, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালান মাহমুদুল আলম বাবু ও তার কর্মী সমর্থকরা। ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। ১৭ জুন বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।  

তিনি আরও জানান, সেই হত্যা মামলা বকশীগঞ্জ থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পর তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২৪ সালের ২৭ আগস্ট সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। সেখানে প্রধান আসামি বাবুসহ নয়জনকে রাখা হয় এবং বাবুর ছেলে রিফাতসহ মোট ২৭ জনকে বাদ দেওয়া হয়। পরে সেই প্রতিবেদনে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশর ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। চলতি বছরের ৩১ আগস্ট একই ধরনের তদন্ত প্রতিবেদন জমা দেয় র‌্যাব। এরপর ২১ সেপ্টেম্বর বাদী পক্ষ নারাজি দিলে বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন।  

সঠিকভাবে তদন্ত করে খুব কম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে পিবিআইয়ের কাছে এমনটাই আশা প্রকাশ করেছেন মামলার আইনজীবী ও বাদীপক্ষ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ