ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কোটি টাকার ব্রিজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, অক্টোবর ২৩, ২০২৫
কোটি টাকার ব্রিজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি কোটি টাকার ব্রিজ।

বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকা ব্রিজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ওই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় বর্তমানে ওই ব্রিজ স্থানীয়দের কোনো কাজেই আসছে না।

এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হলে তারা স্থানীয় প্রভাবশালী ঠিকাদারের ভয়ে কিছুই বলতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয়া খালের ওপর লোকজনের পারাপারের সুবিধার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়।  

টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজের ঢালাইয়ের কাজ শেষ করলেও দুই পাশের সংযোগ সড়কের কাজ না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজ কোনো কাজেই আসছে না। সাত মাস আগে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি ঢালাইর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই ব্রিজটি ফেলে রাখে। এর কারণে ওই কোটি টাকার ব্রিজ দিয়ে কোনো লোকজন চলাচল করতে পারছে না।

স্থানীয় একাধিক লোকজন জানান, ওই ব্রিজ নির্মাণ কাজ শেষের পরে যে সময় ছিল তাতে সংযোগ সড়ক নির্মাণ করা যেত। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছা করেই নির্মাণ করেননি।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, ওই ব্রিজের টেন্ডারটি হয়েছিল ২০২৩ সালে। আমি যোগদান করেছি ২০২৫ সালের মাঝামাঝি সময়। তবে আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি কাজ করতে পারিনি। আমার কাছ থেকে জোর করে আওয়ামীলীগের সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কাজটি নিয়েছিল। পরে তারাও কাজ করতে পারেনি। এখন স্থানীয় ঠিকাদাররা কাজটি করছে। তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করবো।

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ