ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

তরুণীকে নিয়ে পালানো পুলিশ সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, অক্টোবর ২২, ২০২৫
তরুণীকে নিয়ে পালানো পুলিশ সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কলেজছাত্রী তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)। তিনি ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের শারাজ মিয়ার মেয়ে, কলেজছাত্রী তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে এনায়েত কর্মস্থলে ফেরার সময় তাছনিয়াকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।  

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাছনিয়ার পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই এনায়েত দুই বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন। সংসারের টানাপোড়েন কমাতে এসএসসি পাস করা ছোট ভাই সাদেক ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য তার কাগজপত্র তৈরির কাজ চলছিল। এর মধ্যেই বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধের জেরে মেয়ের পরিবারের লোকজন সাদেককে হত্যা করে বলে অভিযোগ পরিবারের।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে। লাশ হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।