সিলেট: নগরে ৩২ ঘণ্টার অভিযানে ৬৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গত ৩২ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে পুলিশ ইয়াবা, গাঁজা, ভারতীয় চকলেট, সাবান, এবং নাছির বিড়ি জব্দ করে।
এছাড়া অবৈধ মালামাল বহনের সময় একটি গাড়ি আটক করা হয়েছে বলে জানান তিনি।
এসএমপি সূত্র জানায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ অভিযান অব্যাহত রাখা হবে।
এনইউ/জেএইচ