পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর এলাকায় রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পেড়ে ইমরান হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-পাবনা রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইমরান রেললাইনের পাশে কৃষি জমিতে কাজের জন্য দিনমজুরদের নিয়ে যান। কাজের ফাঁকে তিনি রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন। এ সময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
এসআরএস