ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, অক্টোবর ১, ২০২৫
বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক বক্তব্য দিচ্ছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

নারায়ণগঞ্জ: বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, শারদীয় দুর্গাপূজা একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।

সবাই যেন সুন্দরভাবে এই উৎসব পালন করতে পারে এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী পূজা উদযাপন করতে পারে—এটা কোস্টগার্ডসহ সব বাহিনীর দায়িত্ব।

বুধবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সকলেই যেভাবে এ উৎসবটা উদযাপন করছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানাই। আশা করছি, আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করে যাচ্ছি, আগামীকাল পর্যন্ত পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

কোস্টগার্ড প্রধান আরও বলেন, এ বছরের পরিস্থিতি কিছুটা ভিন্ন। আমরা সেই অনুযায়ী আমাদের নিয়োজনের মাত্রা রেখেছি। নজরদারিও সেভাবে করা হচ্ছে। বিসর্জন শেষে মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন-সেটা আমরা নিশ্চিত করবো।

বিসর্জনের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আর কোথাও কিছু ঘটলেও যেন তা সামাল দিতে বোট টিম ও ডুবুরি দল তৎপর থাকবে বলেও জানান তিনি।

এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।