ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় ট্রেন থেকে সোয়া এক কোটি টাকার বাজি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, অক্টোবর ১, ২০২৫
কুমিল্লায় ট্রেন থেকে সোয়া এক কোটি টাকার বাজি জব্দ জব্দ করা বাজি

কুমিল্লা: কুমিল্লা সদরের রসুলপুর রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। কুমিল্লা-১০ বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এসময় চার লাখ ৫৪ হাজার ৪০০টি বিভিন্ন ধরনের ভারতীয় বাজি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। বাজিগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল।  

কুমিল্লা-১০ বিজিবির সেক্টর কমান্ডার মীর আলী এজাজ জানান, জব্দ করা বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।