ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, সেপ্টেম্বর ২৬, ২০২৫
খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ  খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং পাহাড়ের জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা।

শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকালে জুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজে জমায়েত হয়ে বিক্ষোভ মিছি়ল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

 

এ সময় বক্তব্য রাখেন জুম্মো ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা মারমা উক্যনু মারমা।

বিক্ষোভ সমাবেশ চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয় এবং যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিঘ্নিত হয় সাধারণ জনগণের চলাচলে। এ সময় সেনাবাহিনীর একটি  টহল গাড়ির ওপরে বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়।

গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেন। এরই মধ্যে শয়ন শীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়।

 এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।