ঝিনাইদহ: মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মানবাধিকার নেটওয়ার্কের সহসভাপতি এন এম শাহজালাল সভায় সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী টিপু সুলতান, কনসালটেন্ট সৈয়দ রোকন উদ্দীন, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ বিসিকের উপ-মহাব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন এবং আরডিসিরি নির্বাহী পরিচালক আব্দুর রহমান।
সভায় বিগত তিন মাসে ঝিনাইদাহ জেলার মানবাধিকার লং তুলে ধরা হয়। পরবর্তীতে এ বিষয়ে মুক্ত আলোচনা করে ছয়টি উপজেলার সদস্যরা নিজ নিজ এলাকার অপরাধের বিষয়গুলি তুলে ধরেন।
অতিথিবৃন্দ মানবাধিকার সুরক্ষায় নিজেদের সহযোগিতার আশ্বাস দেন।
এসএইচ