ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ডা. জুবাইদা রহমানের নির্দেশে নাটোরে ৭ সদস্যের মেডিকেল টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, সেপ্টেম্বর ৬, ২০২৫
ডা. জুবাইদা রহমানের নির্দেশে নাটোরে ৭ সদস্যের মেডিকেল টিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নির্দেশে নাটোরে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে ডায়রিয়ায় আক্রান্ত ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে আসা ৭ সদস্যের পূর্ণাঙ্গ মেডিকেল টিমের নেতৃত্ব দেন ডা. গালিব হাসান।

প্রথমে টিমের সদস্যরা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করেন। পরে নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় সর্বাধিক আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।

ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে রয়েছেন এবং থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের টিম লিডার ডা. গালিব হাসান, ডা. রেদোয়ান ফেরদৌস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। শনিবার পর্যন্ত ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন নাটোর সদর হাসপাতালে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।