ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, সেপ্টেম্বর ৫, ২০২৫
বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বরিশাল: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আকবর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যরা।

সমাবেশে নেতারা বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য নারীদের বিষয়ে মিথ‍্যা অপবাদের দায় চাপাতে চাচ্ছে একটি মহল। তাছাড়া হামলা করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা চাচ্ছি ডাকসু নির্বাচন যেন বাতিল করা না হয়।

এ সময় বক্তারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ জানান।

এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।