ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দেশি-বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘ জমেছে: মো. শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, সেপ্টেম্বর ১, ২০২৫
দেশি-বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘ জমেছে: মো. শাহজাহান সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনীতির আকাশ এতো পরিষ্কার নয়। বিভিন্নভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনীতির আকাশেও মেঘ জমেছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর জজকোর্ট সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।  

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি। তাহলে ওই রাজনীতির আকাশের মেঘ কোন কাজে আসবে না। আকাশের মেঘ, আকাশে উড়ে চলে যাবে। এমপি, মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হলো জিয়াউর রহমানের আদর্শ।  

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ। বাংলাদেশের ভূ-খণ্ডে কোনো আধিপত্য শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে। দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল করেছে ভবিষ্যত নেতৃত্ব তৈরি করার জন্য।  

শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট শিকার করেন, এমন কি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে এখনো ফিরতে পারেন নাই। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন মেসেজ দিতে হবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।  

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ছাবের আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।