ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় বাড়িতে মিলল মা-মেয়ের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, আগস্ট ৩১, ২০২৫
কুমিল্লায় বাড়িতে মিলল মা-মেয়ের লাশ মা-মেয়ের মৃত্যুর খবরে তাদের বাড়িতে জনতার ভিড়

কুমিল্লা: কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৩১ আগস্ট) বিকেলে নগরের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

মৃতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তাদের মেয়ে শিল্পী আক্তার (৪০)।  

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ডিভোর্সের পর শিল্পী তার বাবার বাড়িতে মা লুৎফার সঙ্গে থাকতেন। একই বাড়িতে থাকেন লুৎফার ছেলে শাহীন ও তার স্ত্রী।  তার সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। সবশেষ রোববার দুপুরে লুৎফা ও শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মৃতদের তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহীন ও ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।