ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

শাবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুন ২১, ২০২৫
শাবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কমিটির অন্যরা হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (২০ জুন) ওই শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারনের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষার্থী এবং অজ্ঞাতনামা আরও তিনজনের নামে মামলা হয়েছে।
মহানগর কোতোয়ালি থানায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানা গেছে।
 
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২ মে রাত আনুমানিক ৮টার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা শিক্ষার্থীকে ধর্ষণ করে। সেসময় গোপনে তার অশ্লীল স্থিরচিত্র এবং ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয় মামলার এজাহারে।

মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

আইন অনুযায়ী, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় দায়ের করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।