ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, এপ্রিল ২৫, ২০২৫
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে গুলিবিদ্ধ আসাদুল হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ভারত সীমান্ত এলাকায় নদী পার হচ্ছিলেন আসাদুল। এ সময় বিএসএফের তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আসাদুল। এ ব্যাপারে আহত যুবকের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টাসহ বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।