বাংলাদেশের রংপুরসহ বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছে জার্মানির প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (৩ আগস্ট) জার্মানির রাজধানী বার্লিনে সাংস্কৃতিক সংগঠন 'উদযাপন'র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদযাপন সংগঠক নজরুল ইসলাম রাসেল মানববন্ধনে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে নতুন বাংলাদেশ সৃষ্টির যে সম্ভাবনার সৃষ্টি হয়েছিল, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার ঘটনায় সে সম্ভাবনা ম্লান হয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুত এই হামলা বন্ধে ব্যবস্থা নেবে এটাই আমরা আশা করি।
সংগঠক অপূর্ব বিশ্বাস বলেন, আমরা ঐতিহাসিকভাবে বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করি। অতীতের মতো আমরা একসঙ্গে বসবাস করবো, বিভাজনের রাজনীতি বন্ধ করে ঐক্যের বাংলাদেশ গড়বো এটাই আমাদের প্রত্যাশা।
সংগঠক জাহিদ কবীর হিমন বলেন, বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক হামলা আগেও ছিল, কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে উগ্রবাদ ভিন্নমাত্রা পেয়েছে। অন্তর্বর্তী সরকারকে এসব বন্ধে এখনই উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে বার্লিনে বসবাসরত বাঙালি কমিউনিটির নানান শ্রেণি-পেশার নাগরিকরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠক মৌ, সাখাওয়াত হোসেন, নিজাম, তনু প্রমুখ।
এমজে