ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে বিএনপির দোয়া মাহফিল

অতিথি করেসপন্ডেন্ট, পর্তুগাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ৩, ২০২৪
পর্তুগালে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে পর্তুগালের পোর্তো বিএনপি।

পর্তুগালের বন্দর নগর পোর্তোতে শনিবার (১ জুন) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্তো বিএনপির আহ্বায়ক মামুন হাজারী।

সদস্য সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় এবং আরাফাত ও কাইয়ুম লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান।  

প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ শরীফ নাজির, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ, শহীদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুকিতুর রহমান সেলিম, বিএনপি নেতা আবদুর রহমান সাবু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাজমুল হাজারী।  

আলোচনা সভার শুরুতে পোর্তো বিএনপি বিভিন্ন সময় দলের সাংগঠনিক দক্ষতার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দেকে সম্মাননা দেয় পোর্তো বিএনপি।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পোর্তো বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউয়ুম লিটন। এছাড়া বক্তব্য দেন পোর্তো বিএনপির স্বপন পাটোয়ারী, পর্তুগাল যুবদল নেতা শিহাব আহমেদ ও আলমগীর হোসেন।  

এছাড়া উপস্থিত ছিলেন পোর্তো বিএনপির নেতা আজিজ আহমেদ, পিন্টু প্রধান, নুরুল ইসলাম বাদশা, মাসুম রহমান, আরাফাত হোসাইন, স্বপন পটোয়ারী, মহিন উদ্দিন, হোসাইন রনি, সাইফুল ইসলাম, মনির আহমেদ মোল্লা, মোহাম্মদ ফখরুউদ্দিন আহমেদ, সাহেদ হায়দার, ইউসুফ খান অর্ক, আনোয়ার হোসাইন, রুম্মান রহমান, শওকত ইসলাম, আরিফ হোসাইনসহ অনেকে।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইদ্রিস।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।