ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

বার্লিনে ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা

সাগর আনোয়ার, জার্মানি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জুলাই ১১, ২০২৫
বার্লিনে ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা আলোচনা সভায় অতিথিরা।

জার্মানি স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমদ শাহিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো. সেলিম হোসেন।

মঙ্গলবার (৮ জুলাই) বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইব্রাহীম সারোয়ারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুহেব আহমেদ।

নাসিরউদ্দিন আহমদ শাহীন বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। শুধু দেশে নয়, প্রবাসেও সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে এগিয়ে আসতে হবে। এটি কোনো দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, জার্মান বিএনপির সিনিয়র নেতা হামিদুল ইসলাম হেলাল, আব্দুর রউফ, আবু হানিফ, অপু চৌধুরীসহ সিনিয়র নেতারা।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।