ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র সক্রিয় সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র সক্রিয় সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ইমদাদুল হক জনি নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

গ্রেফতার ইমদাদুল হক জনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি-এমএল’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজির মামলা আছে। ইমদাদুল হক নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানায়, শীর্ষ সন্ত্রাসী জনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে আত্রাই রেলওয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় বেশকিছু আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকে রিমান্ড আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।