ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘দেশে বিচারবহির্ভূত হত্যা আমেরিকার চেয়ে কম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, জানুয়ারি ১৮, ২০২০
‘দেশে বিচারবহির্ভূত হত্যা আমেরিকার চেয়ে কম’

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও তথ্য কমিশন যৌথভাবে ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত একটি হত্যাকাণ্ডও চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতে গোনা কয়েকটি হয়। অনেক সংবাদমাধ্যমে অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার।

এর আগে (১৭ জানুয়ারি) সিলেট-১ আসনে গত ১ বছরে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।