ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, সেপ্টেম্বর ১২, ২০২৫
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীরা

ঢাকা: রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে দারুসসালাম থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নেছার মিয়া (৪৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. ইউসুফ আলী (৪৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. ফারুক হোসেন (৪৭), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মকবুল মৃধা (৫৪), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মানিক মিয়া (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শাহীন (৫০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাঈম (২৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. এমদাদুল হক (৩৭) ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আব্দুল আলীম (২২)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মী। খবর পেয়ে থানার টহল দল স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।