ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে: সেলিমা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, সেপ্টেম্বর ২৩, ২০২৫
পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে: সেলিমা কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে পরাজিত শক্তিগুলো আবারও দেশে ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র রক্ষা আন্দোলন নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সেলিমা রহমান বলেন, যারা একসময় দেশের মানুষকে হত্যা করছে, মানুষকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। সেই জামায়াত এখনো তাদের অতীতের আদর্শ ভুলতে পারছে না। আজকে তারা ক্ষমতায় আসার জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচনকে বন্ধ করে দেবে, না হয় পিছিয়ে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বাংলাদেশের জনগণ এবং বিএনপি এটা কখনো হতে দেবে না।

তিনি বলেন, এখন আমরা একটা কঠিন সময় পার করছি। বড় আশা করে আমরা একটা অন্তর্বর্তী সরকার দিয়েছি। জনগণকে তারা নির্বাচিত সরকার বুঝিয়ে দিয়ে তারা চলে যাবেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও, বিভিন্ন চক্রান্ত করে নির্বাচনকে বন্ধ করা বা পেছানোর চেষ্টা চলছে। জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও আমরা এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করছি।  

বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকে সমগ্র দেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের দোসররা এখনো দেশে আছে। এই আওয়ামী লীগের দোসরদের সাথে কারা হাত মিলিয়েছে সেটা আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগের দোসররা বাংলাদেশকে আবারও ধ্বংস করবে, সেটা আমরা হতে দেবো না।  

তিনি বলেন, ইন্টেরিম গভর্নমেন্টের সাথে আমাদের দলের মহাসচিবসহ আরও কিছু নেতা আমেরিকা গিয়েছেন। যারা দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, তারা বিদেশেও নিজের দেশের সম্মান ক্ষুণ্ন করে চোরাগুপ্তা হামলা চলানোর চেষ্টা করছে। এত রক্ত, এত কিছু হওয়ার পরেও তারা যে অন্যায় করেছে, এটা বিশ্বাস করছে না। শেখ হাসিনা ভারতে বসে এখনো নানা রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে।  

জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে মন্তব্য করে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, পিআরের জন্য কোনো আন্দোলন হয়নি। ১৬ বছর ধরে জামায়াত পিআর শব্দটি তোলেনি। তাহলে আজকে কেন এ কথা তোলা হচ্ছে? এই ভেলকিবাজির খেলায় জামায়াত নামলেন কেন? দেশে মূলত অরাজকতা সৃষ্টির জন্য তারা নেমেছে। ”

সংগঠনটির সভাপতি আলহাজ নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।