যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। দলটির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে মূলত তিনটি বিষয় তুলে ধরা হবে- ১. নিউইয়র্কে আখতার হোসেন ও অন্যান্য রাজনীতিবিদদের ওপর হামলার নিন্দা। ২. অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা নিশ্চিতে অবহেলা ও গাফিলতি। ৩. দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি।
একই ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
এফএইচ/এমজে